@md.nurealam তুমি ঠিকভাবেই করছ। শুধু একটা ক্লু দেই। মনে কর তুমি মাঠের একদম কোনায় কোনো একটা ফ্রি স্পটের ক্ষেত্রে হিসাবটি করছ। তখন কী তোমার কোড ঠিক উত্তর দিবে? মনে কর মাঠটি নিচেরটার মত দেখতেঃ
0 1 2 3
1 - - *
2 - * -
3 * - -
এখানে (১, ১) ফ্রি স্পটের মত চিপায় গিয়ে তোমার কোডটা ঠিক আউটপুট দিবে কিনা সেটা ভেবে দেখ।
এডিটঃ তোমার প্রোফাইলে গিয়ে দেখলাম তুমি মাত্র দুবার চেষ্টা করেছ। তোমার সি++ কোডের লিংক। এছাড়া তোমার পাইথনের সাবমিশনটা রানটাইম ইরর কেন দিচ্ছে সেটা বের করলেই হত।